বইয়ের দুনিয়া

মওলানা রুমির কবিতা

মওলানা রুমির কবিতা

ভাষান্তর: জাভেদ হুসেন

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: জুন ২০২১

দাম: ৩০০ টাকা।

আট শতাব্দীর বেশি সময় ধরে মওলানা রুমি বিস্মিত, মুগ্ধ আর মোহিত করে রেখেছেন যাবতীয় বিশ্বাস আর সব জমিনের মানুষকে। প্রেম আর মরমের সর্বজনীনতা তাঁর কবিতার বিষয়। আজকের আত্মসর্বস্ব আর ভোগক্লান্ত জীবনদর্শনে বিচ্ছিন্ন মানুষের কাছে রুমি ফিরে এসেছেন অন্য রকম কিছু বলবেন বলে। মূল থেকে ভাষান্তরিত এই বইয়ে আছে রুমির নানা ধরনের কবিতা।

আনিসুজ্জামান: অপ্রকাশিত পত্রাবলি

ভূঁইয়া ইকবাল

প্রকাশক: জার্নিম্যান বুকস, ঢাকা

প্রকাশকাল: মার্চ ২০২১

দাম: ৪৮০ টাকা।

প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের অপ্রকাশিত চিঠিপত্রে তাঁর নিজের গবেষণা ও প্রকাশনা ছাড়া ব্যক্তিগত ও পারিবারিক নানা প্রসঙ্গেরও কথা আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ, গবেষণা পত্রিকা পাণ্ডুলিপি প্রকাশনা, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিষয় সম্পর্কে তাঁর আগ্রহ, উদ্বেগ ও উৎকণ্ঠার পরিচয় ধরা পড়েছে এসব চিঠিতে।