বইয়ের দুনিয়া

মৃত্যুর পর প্রকাশিত হলো রহস্য–রোমাঞ্চ লেখক শেখ আবদুল হাকিমের এই বই ১৩ নম্বর সেল। এ উপন্যাসে দেখা যায়, প্রফেসর তিবুতি লামা অংশ না নেওয়ার পরও আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অনুষ্ঠিত প্রতিটি খেলায় আন-অফিশিয়ালি চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল তাঁকে। সত্যি কি ঘটে ঘটনাটি?

১৩ নম্বর সেল

শেখ আবদুল হাকিম

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: নভেম্বর ২০২১

দাম: ২২০ টাকা।

মানুষ কি অন্যান্য জীবের জীবনে সংকট তৈরি করে নিজের জীবনের উন্নতি করছে? এ ক্ষেত্রে অনেকেরই বক্তব্য, আমরা যদি এভাবেই চালাই, তাহলে জীবনেরও সংকট হবে। কারণ, জীবনগুলো পরস্পর জড়ানো। এই বইয়ে দীপেশ চক্রবর্তী এসব নিয়েই আলোচনা করেছেন।

জলবায়ু পরিবর্তন ও বর্তমান অতিমারি: মানুষের ইতিহাসে একটি সন্ধিক্ষণ

দীপেশ চক্রবর্তী

প্রকাশক: লৌকিক প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: নভেম্বর, ২০২১

দাম: ২১৫ টাকা।

মহাবীর আর গৌতমবুদ্ধের সময়কালে উদ্ভূত হয় ভিক্ষু, ব্রহ্মচারী, অজীবিক, যতি, সন্ন্যাসী সম্প্রদায়। তাঁরা সমাজে গৃহীত ও সম্মানিত হয় আধ্যাত্মিক অগ্রদূত হিসেবে। কিন্তু বাণিজ্য–পুঁজির যুগে ভিক্ষুক সামাজিকভাবে পরিত্যক্ত। তাঁরা কেবলই দরিদ্র। তবু ভিক্ষুকেরা গান গান। ভিক্ষুকদের সেই গীতিসম্ভার নিয়ে এ বই।

ভিক্ষুকের গান: জীবন-জীবিকার সুরলিপি

সম্পাদক: সিরাজ সালেকীন

প্রকাশক: কথাপ্রকাশ, ঢাকা

প্রকাশকাল: অক্টোবর ২০২১

দাম: ৪০০ টাকা।