বাংলাদেশের উর্দু কবি ‘কবি আহমেদ ইলিয়াস সংখ্যা’

আহমেদ ইলিয়াস বাংলাদেশের একজন প্রবীণ উর্দুভাষী কবি। গত ছয় দশকের বেশি সময় ধরে তিনি কবিতা লিখছেন। উপমহাদেশের বিভিন্ন মান্য পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয় সম্মানের সঙ্গে। ১৯৪৭ সালের দেশভাগ ঘিরে মান্টো, কৃষণ চন্দর, খাজা আহমদ আব্বাস, ইসমত চুঘতাই প্রমুখ গড়ে তোলেন ‘পার্টিশন লিটারেচার’। আহমদ ইলিয়াস একজীবনে তিন দেশের নাগরিক হয়েছেন। ফয়েজ আহমদ ফয়েজের সহকর্মী, প্রগতিশীল ধারার এই কবি পার্টিশন লিটারেচারের স্বকীয় ধারা গড়ে তুলেছেন উর্দু কবিতায়। এই কবি, সাংবাদিক ও গবেষক ভূমিকা রেখেছেন এ দেশে পার্টিশন লিটারেচারের দীনতা লাঘবে।

বাংলাদেশি পাঠকদের কাছে তিনি এখনো অপরিচিতই বলা যায়। ভাষাগত সমস্যাই তাঁর কবিতা পাঠের ক্ষেত্রে বড় প্রতিবন্ধক। গেল বছর বইমেলায় (২০২০) আহমেদ ইলিয়াসের কিছু কবিতা জাভেদ হুসেনের অনুবাদে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে প্রথমা প্রকাশন থেকে। সংকলনটি বাংলাভাষী পাঠকদের মনোযোগ আকর্ষণ করেছে।

‘মননরেখা’র আহমেদ ইলিয়াস বিশেষ সংখ্যাটি প্রকাশিত হলো ডিসেম্বর ২০২০-এ। সম্পাদক মিজানুর রহমান নাসিম। রংপুর থেকে প্রকাশিত সাহিত্য ষাণ্মাসিক ‘মননরেখা’র এটি চতুর্থ বর্ষের ৭ নম্বর সংখ্যা। সংখ্যাটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কৃতী অনুবাদক জাফর আলমকে (১৯৪৩-২০২০)। যাত্রা শুরুর পর গত চার বছরে ‘মননরেখা’ চারটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন, বাংলাদেশের উর্দু কবি নওশাদ নূরী, বাংলাদেশের নারী কবি ও সম্প্রতি বাংলাদেশের উর্দু কবি আহমেদ ইলিয়াসকে নিয়ে। বাংলাদেশের সাহিত্যে বাংলা ছাড়া অন্যান্য ভাষার সাহিত্যচর্চা প্রান্তিক হয়ে থাকে। এর মধ্যে বাংলাদেশের উর্দু ভাষাসাহিত্য নিয়ে পত্রিকাটির এমন দুটি বিশেষ সংখ্যা প্রকাশ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ।

কবি আহমেদ ইলিয়াসের জন্ম ২৬ জানুয়ারি, ১৯৩৪, কলকাতায়। তাঁর পূর্বপুরুষের ভিটা ভারতের বিহার রাজ্যের মুঙ্গের জেলায়। তাঁর শৈশব, কৈশোর, যৌবন এবং শেষের এ বার্ধক্যকালের সাক্ষী হচ্ছে, তিন তিনটি দেশ এবং জাতির শাসনকাল। অথচ ব্রিটিশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ—চূড়ান্ত বিচারে কোনোটিই তাঁর দেশ হতে পারল না। সময় তাঁকে অভিজ্ঞতার এক মহাপথিকে পরিণত করে তুলেছে।

এই প্রথম ৮৬ বছরের বয়োবৃদ্ধ এই উর্দু কবিকে নিয়ে বাংলা ভাষায় কোনো পত্রিকা একটি বিশেষ সংখ্যা করল। এই সংখ্যায় শুধু বাংলা নয়; উর্দু ও ইংরেজি থেকে কবি ও তাঁর কবিতা নিয়ে লিখিত প্রবন্ধের অনুবাদ ছাপা হয়েছে। বাংলাদেশের তরুণ কবি ও চিন্তকেরা লিখেছেন, আহমেদ ইলিয়াসের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেছেন, মূল্যায়ন করেছেন তাঁর কাব্য ঐশ্বর্যের।

সংকলনটিতে কবি আহমেদ ইলিয়াসের সংগ্রামী জীবন ও কাব্যের মূল্যায়ন নিয়ে রয়েছে ২০টির বেশি প্রবন্ধ। রয়েছে তাঁর গবেষণাগ্রন্থের রিভিউ, তাঁর স্মৃতিকথার সারাংশের এবং নির্বাচিত কবিতার অনুবাদ। শিল্পী আরাফাত করিমের প্রচ্ছদে ‘মননরেখা’র ৩০৪ পৃষ্ঠার এই বিশেষ সংখ্যাটি আগ্রহী পাঠকের কাছে সমাদর পাবে বলে আশা করা যায়।