বিজয়ের মাসে প্রথমার নতুন বই ‘তাজউদ্দীন আহমদের ডায়েরি ১৯৪৭-৪৮’

‘তাজউদ্দীন আহমদের ডায়েরি ১৯৪৭-৪৮’

১৯৪৬ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত ব্যতিক্রমহীনভাবে প্রায় প্রতিদিনই ডায়েরি লিখেছেন তাজউদ্দীন আহমদ। ঘুমাতে যাওয়ার আগে ইংরেজিতে ডায়েরি লিখতেন তিনি। শুরুতেই ঘুম থেকে ওঠার সময় উল্লেখ করে সারা দিনের গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ লিখতেন। শেষে লিখতেন ঘুমাতে যাওয়ার সময় আর সেদিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে ছোট্ট একটি মন্তব্য। বাংলাদেশের ইতিহাসের এক মূল্যবান দলিল এই ডায়েরি। বদরুদ্দীন উমরের কাছে ছিল বলে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা পায় এগুলো। জাতিকে যে গঠনমূলক নেতৃত্ব দিয়েছেন তাজউদ্দীন এবং তার ভিত্তি কীভাবে তৈরি হয়েছে, তরুণ বয়সে লেখা এই ডায়েরি তারই সাক্ষী। তাজউদ্দীনকে ঘনিষ্ঠভাবে চেনা এবং তাঁর সময় ও সমাজকে জানার জন্য ডায়েরিগুলোর বিকল্প নেই। ১৯৪৮ সালে তত্কালীন পশ্চিম পাকিস্তানি শাসকদের মনোভাব ও আচরণ দেখে এই তরুণ কর্মীর মনে স্বাধীনতাসংগ্রামের চেতনার জন্ম নিয়েছিল। ডায়েরিতে লিপিবদ্ধ তথ্য হিসেবে এটাই হয়তো এ জাতির স্বাধীনতাসংগ্রামের চেতনার প্রথম উন্মেষ।

সম্প্রতি প্রকাশনা সংস্থা প্রথমা নতুন করে প্রকাশ করেছে ডায়েরিগুলোর প্রথম খণ্ড—‘তাজউদ্দীন আহমদের ডায়েরি ১৯৪৭-৪৮’। এর আগে তারা প্রকাশ করেছিল ‘তাজউদ্দীন আহমদের ডায়েরি ১৯৫৪’।

তাজউদ্দীন আহমদের ডায়েরির প্রথম খণ্ডটিতে রয়েছে আমাদের ভাষা আন্দোলনের সূচনা পর্বের অনেক অজানা তথ্য।

২১৬ পৃষ্ঠার ‘তাজউদ্দীন আহমদের ডায়েরি ১৯৪৭-৪৮’–এর প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা। পাওয়া যাচ্ছে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটে। এ ছাড়া ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন prothoma.com থেকে। সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।