বের হলো নেরুদাকে নিয়ে উপন্যাস ‘দ্য পোস্টম্যান’

‘দ্য পোস্টম্যান’-বইয়ের প্রচ্ছদ
ছবি: সংগৃহীত

মারিও হিমেনেজ সামান্য এক পোস্টম্যান। তাঁর গ্রামেই থাকতে আসেন নোবেলজয়ী কবি পাবলো নেরুদা। নিয়মিত তাঁকে চিঠি বিলি করতে যায় মারিও। কৌতূহল বশে নেরুদার কবিতা সংগ্রহ করে সেগুলো পড়তে থাকে এই তরুণ। প্রেয়সীর শরীর আবিষ্কারের মতো নেশায় কবিতার উপমা আবিষ্কার করতে থাকে সে। নেরুদার কবিতা আস্তে আস্তে তাঁকে সাধারণ থেকে অসাধারণ মানুষে পরিণত করে। শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও শেখায়।

কবি পাবলো নেরুদার জীবনের অন্তিম পর্ব নিয়ে রচিত এ কাহিনির নাম ‘দ্য পোস্টম্যান’। চিলির লেখক আন্তনিও স্কারমেতার লেখা উপন্যাসটি অনুবাদ করেছেন সাগুফতা শারমীন তানিয়া। প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।

এ পর্যন্ত ৩০টির মতো ভাষায় অনূদিত উপন্যাসটি অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ও অপেরা। চলচ্চিত্র ‘ইল পস্তিনো’ শুধু একাডেমি পুরস্কারেই ভূষিত হয়নি, বিশ্বব্যাপী অজস্র দর্শককে বিস্ময়বিমুগ্ধ করেছে। গদ্যে-পদ্যে মাখামাখি এক অপূর্ব ভাষায় রচিত এ বই পাঠককে একই সঙ্গে থ্রিলার ও কবিতার স্বাদ দেবে।

পাবলো নেরুদা
ছবি: সংগৃহীত

ক্রোয়াট বংশোদ্ভূত সাহিত্যিক আন্তনিও স্কারমেতার জন্ম ১৯৪০ সালের ৭ নভেম্বর। চিলি ও যুক্তরাষ্ট্রে দর্শন ও সাহিত্য নিয়ে লেখাপড়া করেন তিনি। দেশ-বিদেশে শিক্ষকতাও করেছেন। আলেন্দে সরকারের পতনের পর তিনি প্রথমে আর্জেন্টিনা ও পরে জার্মানিতে স্বেচ্ছানির্বাসিত জীবন যাপন করেন। জেনারেল পিনোশের পতনের পর ফিরে আসেন দেশে। কয়েক বছর জার্মানিতে চিলির রাষ্ট্রদূতও ছিলেন। চিলির জাতীয় সাহিত্য পুরস্কারসহ দেশে-বিদেশে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

সাগুফতা শারমীন তানিয়া
ছবি: সংগৃহীত

লেখক ও অনুবাদক সাগুফতা শারমীন তানিয়ার জন্ম ঢাকায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক এবং লন্ডনের গ্রিনউইচ ও সেন্ট মেরিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। উপন্যাস, গল্পগ্রন্থ ও অনুবাদ মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা আট। বিদেশি বিভিন্ন নামী সাহিত্যিক জার্নালে তাঁর লেখা বের হয়েছে। পেয়েছেন বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার।

‘দ্য পোস্টম্যান’–এর প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। বইটির মুদ্রিত মূল্য ২২০ টাকা। পাওয়া যাচ্ছে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটে। ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করুন prothoma.com থেকে। এ ছাড়া সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।