ভাষা আন্দোলনের দুই পর্ব

ভাষা আন্দোলনের দুটি পর্ব

আমাদের ভাষা আন্দোলনের দুটি পর্ব। কোনটি প্রথম? কোনটিই–বা দ্বিতীয়? কীভাবে ও কোথায় সূচনা হয়েছিল এ আন্দোলনের? কারা অংশ নিয়েছিলেন, কারাই–বা বিরোধিতা করেছিলেন? কীভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এই আন্দোলন? ‘ভাষা আন্দোলন’ বইয়ে এসবেরই একটি তথ্যনিষ্ঠ বিবরণ লিপিবদ্ধ করেছেন ভাষাসৈনিক ও গবেষক আহমদ রফিক। বইটি লেখার জন্য সমসাময়িক পত্রপত্রিকা ও নানান দলিল-দস্তাবেজ ঘেঁটেছেন তিনি। সম্প্রতি বইটির ২য় মুদ্রণ বাজারে এনেছে প্রথমা প্রকাশন।

বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক আহমদ রফিক এ বইয়ে ভাষা আন্দোলন নিয়ে প্রচলিত প্রতিটি ধারণাকে যাচাই করেছেন, বর্জন করেছেন প্রচলিত ভুল বা বিভ্রান্তিকর তথ্য। এ বই গবেষক ও ভাষা আন্দোলন সম্পর্কে আগ্রহীদের জন্য অবশ্যপাঠ্য।

কবি, প্রবন্ধকার ও গবেষক আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে। ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৫৮ সালে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক করেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার এবং একুশে পদক পেয়েছেন। দেশবিভাগ: ফিরে দেখার জন্য পেয়েছেনপ্রথম আলো বর্ষসেরা বই ১৪২০পুরস্কার। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে পেয়েছেন ‘রবীন্দ্রতত্ত্বাচার্য্য’ উপাধি।

এর আগে প্রথমা থেকে আহমদ রফিকের ‘একুশের মুহূর্তগুলো’, ‘ভাষা আন্দোলন: টেকনাফ থেকে তেঁতুলিয়া’ প্রকাশিত হয়েছে।

ভাষা আন্দোলন’-এর প্রচ্ছদ করেছেন কাইয়ুম চৌধুরী। বইটির গায়ের মূল্য ৩৫০ টাকা। পাওয়া যাচ্ছে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটে। ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করুন www.prothoma.com থেকে। এ ছাড়া সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।