ভ্রম
যে পথে দেখেছ তুমি ধূলিরেখা; ভ্রামণিক ভাঁটফুল, তিয়াষার তৃণলিপি—হরিৎ চিরল বাঁশপাতা চিরে ভেসে আসে যে পথে অলীক বনঘুঘুর গান—রক্তপাথরের ঘুম থেকে ময়ূর যে পথে জেগে ওঠে পাথুরে ডেরায়—নগ্ন বনদেবী যে পথে গাইতে থাকে আত্মরতিগান, পদ্মভাসা সরোবরে—স্নানঘর থেকে ঠিক যেখানে সটান বেয়ে পড়ে শুদ্ধ জলধারা, কৌমুদিনী স্বরে—সেই পথে, ঠিক সেই পথে, লুকোনো রয়েছে সব মোহ, মায়া, ভ্রম—বিষাদের দাহগাথা, মর্মচেরা দুঃখক্রম!