মনোজিৎ মিত্রের কবিতা

সাধারণ সব কথার সমাহারে মালা গেঁথে সেগুলোকে কবিতা করে তোলেন মনোজিৎ মিত্র। তাঁর কবিতার কথাগুলো এতই সাধারণ যে সবাইই কখনো না কখনো শুনছে। তবে এর মধ্যে আছে অনুভূতির মিহি বাতাস। তাঁর মতে, ‘কবিতায় আমি নিজের পাপ-পুণ্য লিখি।’ ১৯৮৯ সালে ফরিদপুরের কুঞ্জনগরে জন্ম নেওয়া এই কবির বেড়ে ওঠা একই জেলার মধুখালীতে। পড়ালেখা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে। পেশায় সাংবাদিক। এখনো তাঁর কোনো বই প্রকাশিত হয়নি।

মনোজিৎ মিত্র

অধিবিদ্যা
ভালোবাসার মতো কোনো জ্ঞান নাই
তারপরও তোমারে ভালোবাসলাম
কল্পনায়, সশরীরে, স্বপ্নে
দীর্ঘক্ষণ।

মিললে দেহ নিরাকার—লাগে না মন।

মালিদের মন
উদ্যানে
আমরা ছিলাম হিজলের তলায় প্রথমে
তারপর গেলাম হাওয়াতলার ওই দিকে লেকপাড়
বৃষ্টি ছিল না বাতাস ছিল না, সব থমথমে
ঘামে ভেজা গা বলতেছিল মনে মনে বৃষ্টি হবে।

যাওয়া-আসার মাঝে ঘাসভরা মাঠ
তারাও ডাকতেছিল—
‘আসো মেঘ, ঝরে পড়ো বুকে’।

মানুষ কোনো দিন মেঘের মতো না, ডাক শুনে
আসে না। মানুষ ঘাসের জীবনও পাবে না
কোনো দিন।

দুঃখবাদী ধারণা

বিবিধ ফুল ফোটে বর্ষায়—যেমন দোলনচাঁপা
কেমন তাদের আকার-প্রকার সকল আছে মাপা
জেনেও তবু যায় না জানা, আটকে থাকে গলা
ফিরে আসে শোপেনহাওয়ার, কাঁদে কদমতলা।


অন্য আলো ডটকমে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]