যাবজ্জীবন কারাদণ্ডিত লেখক পাচ্ছেন বেইলি গিফোর্ড পুরস্কার

বিশ্বসাহিত্যের অন্যতম সম্মানজনক পুরস্কার বেইল গিফোর্ড প্রাইজের জন্য মনোনীত হয়েছেন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত তুর্কি লেখক আহমেত আলতান। আই উইল নেভার সি দ্য ওয়ার্ল্ড এগেইন বইটির জন্য ননফিকশন শাখায় তিনি এ মনোনয়ন পেয়েছেন। এটি মূলত তাঁর স্মৃতিকথা। তিনি তাঁর আইনজীবীদের কাছে যে নোটগুলো দিয়েছিলেন, সেখান থেকেই তৈরি হয়েছে বইটির পাণ্ডুলিপি। 

আহমেত আলতান তুরস্কের অন্যতম পরিচিত গণমাধ্যমব্যক্তিত্ব। ২০০৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন তরফ নামের সংবাদপত্র। সেই পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে আলতান অল্প সময়ের মধ্যেই রাষ্ট্রের রোষানলে পড়েন নিজের তথাকথিত ‘রাষ্ট্রবিরোধী’ লেখালেখির জন্য। এরপর ২০১৬ সালে তুরস্কে ক্যু সমর্থন করার জন্য গ্রেপ্তার করা হয় তাঁকে। ২০১৮–তে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। জে এম কোয়েৎজি, এ এস বায়টের মতো খ্যাতিসম্পন্ন সাহিত্যিক এবং পেন আমেরিকার মতো প্রভাবশালী সংগঠন এ কারাদণ্ডের প্রতিবাদ করলেও আলতানের কারামুক্তি এখনো মেলেনি।