রক্তসন্ধ্যার গান

রক্তে কি গোধূলি দেখা যায়? যাওয়া ভালো?
—শঙ্খ ঘোষ

আমার চোখে কী জানি হয়েছে
যেদিকে তাকাই দেখি সন্ধ্যা নেমেছে
নিভে আসছে আলো।

এ রকম চোখে সন্ধ্যা নামা কি ভালো?

ভরদুপুরে।

আমার চোখে কী জানি হয়েছে
যেদিকে তাকাই দেখি নিভে আসছে আলো।

আর জল অবিরল, ঝরে।

আজকাল এমন দিন যাচ্ছে প্রভু
যেদিকে তাকাই মনে হয় দিগন্তজুড়ে
রক্তসন্ধ্যা নেমেছে
নিভে আসছে আলো

ভরদপুরে দিগন্তজুড়ে অমন
রক্তসন্ধ্যা নেমে আসা কি ভালো?