রোহিঙ্গাদের অতীত–বর্তমান

স্বদেশ থেকে বিতাড়িত হয়ে ১১ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। নিজ রাষ্ট্রের বৈরী আচরণে তাদের জীবন আজ বিপন্ন। দশকের পর দশক ধরে তাদের তাড়িয়ে দিচ্ছে তাদেরই স্বদেশবাসী। নানামুখী অভিঘাতে অনিশ্চিত হয়ে পড়ছে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তন।

নিগৃহীত এই জনগোষ্ঠীর অতীত ও বর্তমান নিয়ে মোহাম্মদ এমদাদুল ইসলাম লিখেছেন ‘রোহিঙ্গা: নিঃসঙ্গ নিপীড়িত জাতিগোষ্ঠী’। সম্প্রতি বইটির ২য় মুদ্রণ মুদ্রণ বাজারে এনেছে প্রথমা প্রকাশন।

মোহাম্মদ এমদাদুল ইসলাম বাংলাদেশের হেড অব কনস্যুলার হিসেবে মিয়ানমারে ছিলেন চার বছর। কাছ থেকে দেখেছেন রোহিঙ্গাদের ওপর রাষ্ট্র আর তার সংখ্যাগরিষ্ঠ মানুষের নির্যাতন-নিপীড়ন। এই অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়েছে রোহিঙ্গা ও মিয়ানমার বিষয়ে তাঁর ব্যাপক পঠনপাঠন। সব মিলিয়ে বইটি হয়ে উঠেছে অসহায় রোহিঙ্গা জনগোষ্ঠীর অতীত আর বর্তমানের এক জীবন্ত দলিল।

‘রোহিঙ্গা: নিঃসঙ্গ নিপীড়িত জাতিগোষ্ঠী’র মূল্য ৩০০ টাকা। পাওয়া যাচ্ছে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটসহ উল্লেখযোগ্য সব বইয়ের দোকানে। ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করুন prothoma.com থেকে। এ ছাড়া সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।