সিআইএর দলিলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড

মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড

১৯৬৯ সালে বিশেষ মিশনে ঢাকায় এসেছিল দুই আততায়ী । তারা কারা? পঁচাত্তরের আগেও কি শেখ মুজিবুর রহমানকে হত্যার চক্রান্ত হয়েছিল? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর হাত ছিল—এই অভিযোগ কতটা সত্য? এ নিয়ে ওয়াশিংটন-দিল্লি সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। কেন? খোদ মার্কিন পররাষ্ট্র দপ্তর ও সিআইএর দলিল কী বলে?

যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন সরকারের অবমুক্ত করা দলিল পর্যালোচনা করে এসব প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছেন সদ্য প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান খান। ‘মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড’ বইয়ে রয়েছে তাঁর গবেষণার ফলাফল। এমন সব তথ্য এই বইয়ে আছে, যা পাঠককে চমকে দেবে।

মিজানুর রহমান খান

বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা প্রথমা। বাজারে এসেছে বইটির নবম মুদ্রণ।

মিজানুর রহমান খানের জন্ম ৩১ অক্টোবর, ১৯৬৬, বরিশাল। বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর করেন। তিন দশক ধরে সাংবাদিকতা করেছেন তিনি। লেখালেখি করতেন সংবিধান ও আইন নিয়ে। ‘সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক’, ‘১৯৭১: আমেরিকার গোপন দলিল’ তাঁর উল্লেখযোগ্য বই। এ বছরের ১১ জানুয়ারি তিনি মারা যান।

মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড’–এর প্রচ্ছদ করেছেন কাইয়ুম চৌধুরী। বইটির মুদ্রিত মূল্য ৬০০ টাকা। পাওয়া যাবে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটসহ সব বইয়ের দোকানে। এ ছাড়া ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন prothoma.com থেকে। সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।