সেলিনা হোসেনের কলমে এবার একাত্তরের শরণার্থীরা

সেলিনা হোসেন
ছবি: অন্য আলো

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে আগেও ঢের লিখেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এবার তাঁর কলমে ধরা দিচ্ছেন একাত্তরের শরণার্থীরা। শরণার্থীদের নিয়ে শরণার্থীদের সুবর্ণরেখা নামে উপন্যাস লেখা শুরু করেছেন তিনি। বইটি প্রকাশিত হবে আগামী বইমেলায়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শরণার্থীরা যে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন, সেসবই মূল বিষয়বস্তু হিসেবে এবার উঠে আসবে সেলিনা হোসেনের উপন্যাসে। লেখকের সঙ্গে কথা বলে জানা যায়, বছরের প্রথম থেকে উপন্যাসটি লিখতে শুরু করেছেন তিনি এবং এখনো লেখা চলমান।

‘অন্য আলো’কে সেলিনা হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধকালে যে কোটিখানেক মানুষ শরণার্থী হয়ে ভারতে গিয়েছিলেন, তাঁদের কথা ইতিহাসে থাকলেও ফিকশনে নেই। তাই আমি এই উপন্যাসটি লিখতে আগ্রহী হয়েছি। প্রথমে এ নিয়ে পড়াশোনা করেছি, তথ্য নিয়েছি। তারপর বসেছি লিখতে। আর করোনাকালে বেশ খানিকটা সময় পাওয়া গেল। ফলে উপন্যাসটি লিখতে একরকম সুবিধাই হলো। আশা করছি এ বছরের শেষ নাগাদ এটি শেষ করতে পারব।’

উপন্যাস ছাড়াও দেশের বরেণ্য এই কথাসাহিত্যিক আরেকটি গল্পগ্রন্থ লেখার কাজে হাত দিয়েছেন। বঙ্গবন্ধুকে উপজীব্য করে মোট ১৫টি গল্প দিয়ে একটি বই করার ইচ্ছা তাঁর। বললেন, ‘এখন পর্যন্ত ১৩টি গল্প লিখেছি। আর দুটো দ্রুতই লিখে ফেলব।’

গ্রন্থনা: অন্য আলো প্রতিবেদক