হিমেল বরকতের অগ্রন্থিত কবিতা

সম্প্রতি অকালপ্রয়াত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক, কবি হিমেল বরকত। তাঁকে স্মরণ করে প্রকাশিত হলো অগ্রন্থিত এই কবিতা।

আগুনের সহপাঠী

দুই ফোঁটা জল যে রকম মিশে যায়

এক ফোঁটা জলের নির্জনে,

যে রকম সহজেই মিলে যায়

অদ্বৈরথ মেঘের দ্রাঘিমা—

অতটা পারি না আমি।

যেখানেই যাই, যেখানেই করতল রাখি

কী ভীষণ পুড়ে যায় সবকিছু:

মাঠভর্তি ধান

থই থই ব্রহ্মপুত্র

পরিতৃপ্ত গেরস্তালি...

স্বভাবে এতটা বিষ নিয়ে

কোথায় দাঁড়াব!

স্মৃতি খুঁজি, স্মৃতির অধিক সত্য

স্বপ্নের মগ্নতা খুঁজি।

যা কিছু খুঁজি, যা কিছু চাই

অসমাপ্ত শূন্যতার কষ্ট ছাড়া

এতকাল কিছুই পাইনি তার—

বিশ্বাসের যোগ্য পাইনি বান্ধব

স্বজনের যোগ্য পাইনি সুহৃদ

পিপাসার যোগ্য পাইনি প্রণয়

বাকি পথ—সে-ও কি কাটবে

পুনর্জন্মের প্রার্থনা বুকে!

সহিষ্ণু শোণিত নিয়ে জেগে থাকো সিঁড়ি

ব্যথিত পালক নিয়ে ভেসে যাক ডানা

তত দিন—যত দিন আমি

আগুনের সহপাঠী।

অগ্রন্থিত এই কবিতা প্রথম প্রকাশিত হয়েছিল সরদার মুহাম্মদ আরিফ সম্পাদিত শাশ্বত নামে একটি ছোট কাগজে, ২০১৮ সালে।