ইন্টারনেট উৎসব

গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব ২০১২ প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় পাঁচ লাখ প্রতিযোগী অংশ নিয়েছিল। প্রতিযোগিতাটি তখন এ দেশের ইন্টারনেট–ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। সারা বিশ্ব যখন ইন্টারনেটের মাধ্যমে এগিয়ে যাচ্ছে, তখন আমরা কেন পিছিয়ে থাকব?
আমরা চাই, গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব নিয়মিতভাবে আয়োজন করা হোক। গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব ২০১২-এর আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছিলেন কক্সবাজারের মেয়ে সীলমা সুবাহ্ রাইসা। এই সাফল্যের কারণে তিনি গ্রামীণফোন ও অপেরা মিনির সৌজন্যে নরওয়েতে শিক্ষাসফরের সুযোগ লাভ করেন।প্রথম আলোয় এই শিক্ষাসফরের অভিজ্ঞতা প্রকাশিত হওয়ার কারণে আমরা জানতে পারলাম, একটি দেশ কীভাবে ইন্টারনেটকে সর্বত্র ছড়িয়ে দিয়ে তথ্যপ্রযুক্তির আলোয় আলোকিত হয়েছে।
গ্রামীণফোন-প্রথম আলো কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, যেন অচিরেই ইন্টারনেট উৎসবের আয়োজন করা হয়, যাতে এ দেশের সবার কাছে ইন্টারনেট পৌঁছে যায়।
মো. আরিফুর রহমান
ঢাকা।