প্রাথমিক শিক্ষকদের মূল্যায়ন

প্রাথমিক শিক্ষা একটি দেশের শিক্ষার ভিত। ফলে প্রাথমিক শিক্ষা শক্তিশালী না হলে একটি দেশের শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান শক্তিশালী হয় না। অথচ দেখা যাচ্ছে, আমাদের দেশে প্রাথমিক শিক্ষাই সবচেয়ে অবহেলিত। আশার কথা হচ্ছে, দেশে এখন মানুষই সর্বোচ্চ ডিগ্রি নিয়েও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে আসছেন।
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য মেধাবী উচ্চশিক্ষিত তরুণদের এ পেশায় আকৃষ্ট করার জন্য যথার্থ কোনো পদক্ষেপ না নেওয়া দুঃখজনক। তাদের যদি উন্নত স্কেল দেওয়া না হয়, তাহলে সেটা হবে অন্যায্য। দুঃখের কথা হলো, নবম পে–স্কেলে তাদের অবহেলা করা হয়েছে। আমাদের টনক কখনো নড়বে কি?
মোহাম্মদ রাজীব খান, চাঁদপুর।