রোগবালাই থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ সৃষ্টির শুরু থেকেই নানা পন্থা অবলম্বন করেছে। ইউনানি ও আয়ুর্বেদী অজস্র ওষুধের এক বিরাট ভান্ডার। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসাপদ্ধতি পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে আধুনিক রূপ লাভ করছে।
ইতিমধ্যে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে এমবিবিএস সমমানের ইউনানি ও আয়ুর্বেদিক ব্যাচেলর ডিগ্রিধারী তথা—ব্যাচেলর অব ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি বিইউএমএসðও ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি বিএএমএস ডিগ্রিধারী চিকিৎসকদের নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ প্রক্রিয়া এখনো চলছে।
একইভাবে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একজন করে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ড থেকে সনদপ্রাপ্ত ডিপ্লোমাধারী চিকিৎসকদের নিয়োগ দেওয়া হোক। এতে আমাদের গ্রামাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী প্রাকৃতিক চিকিৎসাপদ্ধতি তথা—ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসার সুফল ভোগ করবে। এটা করা হলে অসাধু হারবাল চিকিৎসকদের প্রতারণা থেকে জনগণ রেহাই পাবে।
হাকীম সাধন, ঢাকা।