বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। যেমন চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তেল, শাকসবজি, ফলমূল, মাছ—এসব খাদ্যদ্রব্যের দাম কী কারণে বাড়ছে, তা সাধারণ মানুষের বোধগম্য হচ্ছে না। সাধারণত বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলে পণ্যের দাম বাড়ে। কিন্তু বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণ করে মনে হয় না, সেখানে সরবরাহের ঘাটতি আছে। এমনকি শীতকাল একদম কাছাকাছি চলে এলেও শীতের সবজির দাম তো কমছে না, উল্টো বাড়ছে।
একটি ব্যাপার স্পষ্ট। তা হলো, সরকারের তদারকির অভাবের কারণে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে। সে জন্য সরকারকে নজরদারি বাড়াতে হবে। প্রয়োজনবোধে সরকারকে গুদাম নির্মাণ করে এই সব খাদ্যদ্রব্য মজুত করতে হবে। যাতে সরকার ন্যায্যমূল্যে তা বাজারে সরবরাহ করতে পারে। বাজারকে একদম লাগামহীন হতে দেওয়া যাবে না। আশা করি, সরকার আমাদের কথায় গুরুত্ব দেবে।
মো. জামান আলী, ময়মনসিংহ।