পরীক্ষা বিভ্রাট

মাস্টার্স পাস করে বেকার জীবন কাটাচ্ছি, মনমতো চাকরি পাচ্ছি না। এখন সরকারি প্রথম শ্রেণির সব দরখাস্তেই প্রায় কমপক্ষে ৫০০–৭০০ টাকা লাগে, শুধু ব্যাংক ছাড়া। কিন্তু কষ্টটা আরও বেশি লাগে, যখন এত টাকা দিয়ে দরখাস্ত করেও পরীক্ষা দিতে পারি না। প্রায় সময় দেখা যায়, একই দিনে দু–তিনটি চাকরির পরীক্ষা থাকে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সহকারী পরিচালক পদে প্রিলিতে টিকেও লিখিত পরীক্ষা দিতে পারছি না। কারণ, ২৪ তারিখ জনতা ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা। তারা অন্য একদিন পরীক্ষাটা নিলেই আমার মতো অনেকেই লিখিত পরীক্ষা দিতে পারতেন।

সরকারি চাকরির পরীক্ষাগুলো যারা নেয়, তারা ওই দিন অন্য কোনো পরীক্ষা থাকে কি না, সেটা অন্তত যাচাই করতে পারে।

তাফসীর আহমেদ খান, ঢাকা।