পিএসসি

১ নভেম্বর ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আবেদন করেছিল প্রায় ২ লাখ ৫৩ হাজার। পরীক্ষায় অংশগ্রহণ করেন ২ লাখ ৬ হাজার পরীক্ষার্থী। যার মধ্যে মাত্র ৮ হাজার ৫২৩ জনকে উত্তীর্ণ করা হয়। আমিসহ অনেকের কাছেই এটি একটি অমানবিক বিষয়। যেখানে ৩৪তম বিসিএসে প্রায় ৪৬ হাজার, ৩৫তম বিসিএসে প্রায় ২০ হাজার এবং ৩৬তম বিসিএসে ১৩ হাজার ৮৫০ জনকে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছিল।
উল্লেখ্য, ৩৫তম বিসিএসে ৭০০ টাকা করে আবেদন ফি নেওয়া শুরু হয়। এত টাকা দিয়ে আবেদন করে যদি এত কমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য বাছাই করা হয় তাহলে এটি অনেকের কাছেই অমানবিক ও কষ্টের। একজন দরিদ্র পরিবারের বেকারের পক্ষে এই টাকাটা দেওয়া কঠিন। অনেক ক্ষেত্রে এখানে অনেক মেধাবীও বাদ পড়ে যান, যাঁরা লিখিত পরীক্ষায় ভালো করার যোগ্যতা রাখেন।
পরীক্ষার ফি ৭০০ টাকাকে তিন ভাগে ভাগ করে নেওয়া হোক। প্রিলিমিনারি ২০০ টাকা, লিখিত ৩০০ টাকা এবং ভাইভা পরীক্ষার জন্য ২০০ টাকা। এতে যেমন উত্তীর্ণ প্রার্থীরাও সন্তুষ্ট হবেন, তেমনি বাদ পড়া প্রার্থীরাও কিছুটা স্বস্তি পাবেন। আশা করি, পিএসসি কর্তৃপক্ষ এ বিষয়টি বিবেচনা করবে।