আমাদের দেশসহ সমগ্র বিশ্বে সামাজিক অপরাধ, অন্যায়, অবিচার, অশান্তি দিন দিন যেন বেড়েই চলছে। প্রতিদিনের পত্রিকার পাতা খুললেই মানুষের হৃদয়বিদারী পৈশাচিক কর্মকাণ্ড যেন চোখের সামনে ভেসে আসে, মানবসমাজে যেটা হওয়ার কথা নয়।
এ যেন এক নরকতুল্য আবাসভূমি, যে ভূমিতে সংঘটিত প্রতিটি অমানবিক ঘটনা কথিত মানবসভ্যতাকে বুড়ো আঙুল দেখাচ্ছে, মানুষের মিথ্যা অহংকারকে, তার অস্তিত্বকে। মানুষের বিবেকহীন আসুরিক কর্মকাণ্ড যেন আজ পশুকেও হার মানিয়েছে।
সিলেটের রাজন ও খুলনার রাকিব হত্যার রেশ কাটতে না কাটতেই হবিগঞ্জের বাহুবল উপজেলার চার শিশুর লাশ উদ্ধার হয়েছে। যে কারণেই এই হত্যাকাণ্ড হোক না কেন, এই লোমহর্ষক ঘটনায় বিবেকসম্পন্ন সত্যনিষ্ঠ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।
সে কারণে আমাদের শুধু বিচার চাইলে হবে না, সমাজ থেকে এসব পৈশাচিকতার মূলোৎপাটন করার চেষ্টা করতে হবে। তার জন্য দরকার তীব্র সামাজিক আন্দোলন। সমাজের সুস্থতা ফিরিয়ে আনতে হবে। সেটা সম্ভব না হলে শুধু বিচার করে এই পৈশাচিকতা বন্ধ করা যাবে না। এসব ঘটনায় আমরা লজ্জিত!
মোহাম্মদ ইয়ামিন খান
শ্যামলী, ঢাকা।