আমাদের গর্ব ও পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দর্শনীয় স্থান সুন্দরবন তেল-বিপর্যয়ের কারণে আজ মারাত্মক ক্ষতির সম্মুখীন। বিশেষ করে বিপর্যস্ত এলাকার মানুষ বিভিন্ন সমস্যায় পড়ছে। তেল-বিপর্যয়ের পর ছড়িয়ে পড়া তেল সংগ্রহে সেখানকার মানুষ মেতে ওঠে। এর ফলে তাদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়।
কিন্তু চিকিৎসাব্যবস্থা না থাকায় তারা কোনো চিকিৎসা নিতে পারছে না। গায়িকা আনুশেহ আনাদিল ও তাঁর বন্ধুরা মিলে তেল সংগ্রহ করা পরিবার ও এর সদস্যের একটি তালিকা তৈরি করেন। গ্রামবাসী তেলের বর্জ্য মাটিতে পুঁতে রাখছিল, এটা পরিবেশের জন্য ক্ষতিকর ছিল।
আনুশেহ ও তাঁর বন্ধুরা ঘরে ঘরে সেই বর্জ্য মাটি থেকে তুলে বাঁশের তৈরি নির্দিষ্ট ঘরে সংরক্ষণ শুরু করেন। এই জমা করা বর্জ্য নিয়ে তাঁদের অন্য পরিকল্পনাও রয়েছে। আনুশেহ ও তাঁর বন্ধুদের এই মহৎ কাজের জন্য অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি, আমাদের অন্যান্য মাধ্যমের তারকারা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ রক্ষায় এগিয়ে আসবেন, এই প্রত্যাশা করছি।
মো. আরিফুর রহমান, ঢাকা।