শিশুর চিকিৎসা

প্রায়ই ‘অসহায় শিশুটির পাশে দাঁড়ান’ এমন সংবাদ বিভিন্ন পত্রিকায় দেখা যায়। বুকটা কেঁপে ওঠে।
যে শিশুটি ক্যানসার বা অন্য কোনো বড় রোগে আক্রান্ত আর তার বাবা-মা যদি জানেন পৃথিবীতে এর চিকিৎসা আছে কিন্তু টাকার অভাবে তাঁরা তা করতে পারবেন না, তখন সেই বাবা-মায়ের মনের আকুতি কেমন হতে পারে, তা বিশ্লেষণ করে নিশ্চয়ই বোঝানোর প্রয়োজন নেই।
এমন অনেক শিশুই রয়েছে, যারা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে অনিশ্চয়তায় দিনাতিপাত করছে। শুধু টাকা আর একটু অমনোযোগিতার কারণে হারিয়ে যাচ্ছে তারা। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুগুলোর দায়িত্ব সরকার নিক, এটা আমাদের মানবিক আবেদন। আমরা চাই, একটি শিশুও যেন অকালে ঝরে না পড়ে।
পদ্মা সেতুর মতো এত বড় একটি কাজ যে দেশের সরকার করতে পারে, সে দেশের সরকার অসহায় শিশুদের পাশেও দাঁড়াতে পারবে।
এই জনকল্যাণমূলক কাজের জন্য প্রথমেই একটি তহবিল করা হোক। বেসরকারি সব বড় হাসপাতাল ৫ শতাংশ শিশুর চিকিৎসা বিনা মূল্যে করার দায়িত্ব নিক। তারা তো অনেক ব্যবসা করেছে, এবার কিছু মানুষকে বিনা মূল্যে সেবা দিক।