যুগ বদলের সঙ্গে পরিবর্তনের ছোঁয়া লেগেছে সবখানে। মানুষের আচার-আচরণ থেকে শুরু করে পুরোনো দিনের জীবনাচারণ ও ঐতিহ্যও বিলুপ্ত হচ্ছে। তেমনি কালক্রমে হারিয়ে যেতে বসেছে পিঁড়িতে বসে ভ্রাম্যমাণ নরসুন্দরদের সুনিপুণ হাতে চুল ও দাড়ি কাটার দৃশ্য। সময়ের আবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে অন্য অনেক পেশার মতোই নরসুন্দরের এই পেশাও বদলে যাচ্ছে। তারপরও গ্রামাঞ্চল ও বিশেষ করে চরাঞ্চলের সাপ্তাহিক হাটবাজারগুলোতে চোখে পড়ে ভ্রাম্যমাণ নরসুন্দরদের কর্মব্যস্ততা।
সপ্তাহের হাটবার ছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আসা স্বল্প আয়ের মানুষ নরসুন্দরদের খদ্দের হয়ে থাকেন। চুল কাটার বা ছাঁটার যন্ত্রপাতি নিয়ে নরসুন্দর বসেন গ্রামীণ ও চরাঞ্চলের হাটবাজারগুলোতে সাধারণত। বিভিন্ন অঞ্চলে এসব নরসুন্দরদের আমরা নাপিত নামেও চিনি।
বর্তমানে শহর-বন্দর ও গ্রামের হাটবাজারগুলোতে রয়েছে আধুনিক সুবিধাসংবলিত সেলুন। রয়েছে পুরুষদের জন্য পারলারের ব্যবস্থা। চুল ও দাড়ি কাটার জন্য রয়েছে আধুনিক যন্ত্রপাতি ও মেশিন। বর্তমানে তাই আগের মতো তেমন কেউ পিঁড়িতে বসে চুল ও দাড়ি কাটাতে চান না।
সরেজমিনে দেখা যায়, বেড়া উপজেলাধীন নতুন ভারেঙ্গা ইউনিয়নের শতবর্ষী ঐতিহ্যবাহী রাকসাবাজার হাটের পুরোনো মাছ বাজারের পরিত্যক্ত ঘরে বসে চুল ও দাড়ি কাটার কাজ করছেন নরসুন্দর শ্রী আনন্দ। কাস্টমার পিঁড়ি বা টুলে বসে চুল ও দাড়ি কাটছেন।
নরসুন্দর শ্রী আনন্দের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাধীনতা-পূর্ববর্তী এই বাজারে এভাবেই দাড়ি ও চুল কাটছেন তিনি। নতুন ভারেঙ্গা, বকচর, বক্তারপুর, চকপাড়া, সোনাপদ্মা এলাকা থেকে বাজারে আসা মানুষ তার খদ্দের। চুল ও দাড়ি কেটে সংসার চলে তাঁর। চুল কাটতে ২০-৩০ টাকা এবং শেভ বা দাড়ি ঠিক করতে ১৫-২০ টাকা নেন।
স্থানীয় এলাকাবাসী মো. হুমায়ূন কবির জানান, ছোটবেলায় বাবা সঙ্গে রাকসাবাজারে নাড়ু শীলের কাছে চুল কাটাতে নিয়ে যেতেন। টুলের উপর বসে হাঁটু উপর উপর মাথা রেখে চুল কাটাতে গিয়ে অনেক সময় ঘুমিয়ে পড়তাম। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এগুলো রূপকথার মতো মনে হবে।
নতুন ভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু দাউদ বলেন, সভ্যতার বিবর্তনে মানবজীবনের গতিধারায় পরিবর্তন ও নতুনত্বের ছোঁয়াই জেন্টস পারলারগুলোতে বাহারি রঙের হেয়ার স্টাইলের ভিড়ে হারিয়ে যেতে বসেছে হাট-বাজারে পিঁড়িতে বসা সেলুনগুলা। নরসুন্দরদের স্থান দখল করে নিয়েছে নামীদামি সেলুন। আশি নব্বইয়ের দশকে এভাবে পিঁড়িতে বসিয়ে গ্রামবাংলার মানুষের চুল-দাড়ি কাটার সেই পরিচিত দৃশ্য এখন আর সচরাচর চোখে পড়ে না।
বুলবুল হাসান
বেড়া, পাবনা