ঢাকা কলেজের সংকট

দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ১৮৪ বছরে পদার্পণ করেছে। এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অসংখ্য ডাক্তার, প্রকৌশলী, সাহিত্যিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী তৈরি হয়েছে।

কিন্তু িশক্ষাপ্রতিষ্ঠানটির সেই ঐতিহ্য এখন ফিকে হয়ে আসছে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার হলেও ঢাকা কলেজের কোনো সংস্কার হয়নি। শ্রেণিকক্ষের সংকট চরম। শ্রেণিকক্ষের ছাদের তলা খুলে পড়ছে। কলেজে আধুনিকতার ছিটেফোঁটাও নেই। লাইব্রেরিতে পর্যাপ্তসংখ্যক বই নেই, পাঠকক্ষের আসনসংকট, পরিবহনব্যবস্থায় বাসের সংকট।

এত বড় শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত খাবারের ক্যানটিনের ব্যবস্থাপনার সংকট। সবদিক বিবেচনা করে বলতে হয়, ‘সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা’। এই হলো আমাদের ঢাকা কলেজের বর্তমান অবস্থা। ঢাকা কলেজের সংস্কার করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বিশেষ অনুরোধ রইল, আপনারা কলেজ পরিদর্শন করুন। আমাদের শ্রেণিকক্ষগুলো দেখুন। নিজেরা এসে ঢাকা কলেজের সংকটগুলো দেখে যান। আমরা সরকারের কাছে অনুরোধ করব, ঢাকা কলেজের সংস্কার করে শিক্ষাপ্রতিষ্ঠানটির আগের ঐতিহ্য ফিরিয়ে আনুন।

মো. তৌফিক

শিক্ষার্থী, বাংলা বিভাগ

ঢাকা কলেজ