উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে আবেদনে সমস্যা

অভিজ্ঞতা না চাওয়া সত্ত্বেও সহকারী থানা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে আবেদন করতে পারছেন না নতুন যোগদানকারী শিক্ষকেরা।

সম্প্রতি সরকারি কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত সহকারী উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোনো শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার [১০ম গ্রেড] পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। বর্ণিত পদের নিয়োগবিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থী হিসেবে ০২ (দুই) বছর অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই।’

কিন্তু আমরা ২০২৪ সালে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা টেলিটকের ওয়েবসাইট থেকে আবেদন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছি। আবেদনে এক্সপেরিয়েন্স নামে একটা অপশন আছে, যেখানে কমপক্ষে এক বছরের ঘর আছে, যেটি নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং এটি ফাঁকা রেখে আমরা আবেদন সম্পন্ন করতে পারছি না।

যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে সব শিক্ষক আবেদন করতে পারবে, তাহলে অভিজ্ঞতার অপশনটি অপ্রয়োজনীয় বলে মনে করছি এবং টেলিটক যেন এটিকে দ্রুত সরিয়ে দেয়, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

একজন ভুক্তভোগী শিক্ষক