খুলনার রাস্তাটি কত দিন বেহাল থাকবে

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের কাছাকাছি অবস্থিত গল্লামারী খুলনা শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকা। এটি খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানা এলাকায় পড়েছে এবং খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে পরিচিত।

সড়কটি খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান সংযোগ সড়ক হওয়ায় প্রতিদিন হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এই গল্লামারী এলাকায় একটি ব্যস্ত বাজার রয়েছে, যা স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেনাকাটার অন্যতম কেন্দ্র।

এ বাজারের আশপাশে এলোমেলো পার্কিং, অপ্রশস্ত রাস্তা এবং ইজিবাইক, মোটরসাইকেল ও বাসের বিশৃঙ্খল চলাচলের কারণে প্রায়ই যানজট লেগে থাকে। বিশেষ করে গল্লামারী মোড় ও সংলগ্ন সেতুর নির্মাণকাজ চলমান থাকায় যানজটের সমস্যা আরও তীব্র হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনগণ এতে চরম ভুক্তভোগী হচ্ছেন।

সড়কের বিভিন্ন স্থানে গভীর গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে, যার ফলে গাড়ি ও মোটরসাইকেল চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় খুলনার বিভিন্ন এলাকায় সড়ক উন্নয়ন কার্যক্রম চললেও গল্লামারী সড়কটির সংস্কার কার্যক্রম সম্পূর্ণ করতে অবহেলিত হতে দেখা যাচ্ছে। তাই গুরুত্বপূর্ণ সড়কটি খুলনা শহরের অন্যতম ব্যস্ত পথ হওয়ায় এর উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত জরুরি।

সুরাইয়া আক্তার লাবনী

শিক্ষার্থী, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়।