পলিথিন

পলিথিন ব্যাগ

একসময় মানুষের ভরসার প্রতীক ছিল পদ্মা নদী। আজ সেই নদী প্লাস্টিকের বোঝায় ভারী, যেন নিশ্বাস নিতে পারছে না। বাংলাদেশে প্রতিদিন গড়ে ৮৭ টন পলিথিন ব্যবহৃত হয়, যার বড় অংশটাই গিয়ে পড়ে নদীনালায়। ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, জলজ জীববৈচিত্র্য ধ্বংস হয়, ভূমিক্ষয় বাড়ে। জেলেরা জানান, নদীতে এখন মাছ নয়, উঠে আসে পলিথিন।

গবেষণায় প্রমাণ মিলেছে, নদীর পানিতে রয়েছে মাইক্রোপ্লাস্টিক, যা আমাদের খাদ্যচক্রে ঢুকে ক্ষতি করছে শরীরের। নদী তো প্রতিবাদ করতে পারে না; আমাদেরই তার হয়ে কথা বলতে হবে।

নদী মানে জীবন। দেশের অন্যতম প্রধান নদী পদ্মা আজ আমাদের কাছে বাঁচার আকুতি জানায়। এখনই সময় জেগে ওঠার। নয়তো ইতিহাসই একদিন বলবে—মানুষ ভালোবাসার বদলে পদ্মাকে পলিথিনে ঢেকে মেরে ফেলেছিল।

আরশী আক্তার সানী

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়