বৃক্ষরোপণের স্থান নির্বাচন

আমরা আমাদের জমির যেকোনো স্থানে বৃক্ষ রোপণ করতে পারি, তাতে কারও কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু জমির সীমানা ঘেঁষে রোপণ করা বৃক্ষটি যখন বড় ও মোটাকৃতির হয়ে ওঠে, তখন আমাদের প্রতিবেশীকে নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন বৃক্ষ বৃহদাকার হওয়ার কারণে প্রতিবেশীর দেয়াল ফেটে যায়, বৃক্ষের ফুল-ফল-পাতা প্রতিবেশীর বাড়ির উঠানে ঝরে পড়ে আঙিনা নোংরা হয়।

বিশেষ করে ঝড়বৃষ্টির দিন প্রতিবেশীর ঘরের ওপর গোটা বৃক্ষ ভেঙে পড়েছে বা বৃক্ষের মোটা ডাল ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে—এমন সংবাদ নতুন নয়। তবু আমরা বৃক্ষ রোপণ করার সময় প্রতিবেশীর দুর্ভোগের কথা একেবারেই ভাবি না; বরং নিজের খেয়ালখুশিমতো নির্বাচিত স্থানে বৃক্ষ রোপণ করে থাকি।

বৃক্ষ রোপণের ক্ষেত্রে ভবিষ্যতের কথা ভেবে যথোপযুক্ত স্থান নির্বাচন করতে হবে এবং প্রতিবেশীর কোল ঘেঁষে বৃক্ষ রোপণ না করে নিরাপদ দূরত্ব বজায় রাখার ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

হাসিবুল হাসান ভূঁইয়া

শিক্ষার্থী, ওয়ালী নেওয়াজ খান কলেজ, কিশোরগঞ্জ