যাত্রাপথে দুর্ভোগ না হোক

বছরের বিভিন্ন উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহা বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব উৎসব কেন্দ্র করে দেশের নানা প্রান্তে কর্মব্যস্ত মানুষেরা স্বপ্ন দেখেন প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর জন্য বাড়ি ফেরার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ট্রেন, বাস কিংবা লঞ্চ—যেকোনো গণপরিবহনের টিকিট সংগ্রহ সাধারণ মানুষের জন্য দিন দিন অসহনীয় হয়ে উঠছে।

অনলাইনে যে টিকিট সরবরাহ করা হয়, তা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। অন্যদিকে বহু স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে, ভিড় ঠেলে টিকিট কাটতে গেলে দেখা যায়—সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। অথচ কিছুক্ষণের মধ্যেই সেই টিকিটই কালোবাজারিদের হাতে দুই-তিন গুণ বেশি দামে পাওয়া যায়, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রায়ই অভিযোগ ওঠে, পরিবহন সংস্থার কিছু অসাধু কর্মচারী এই অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত। এতে একদিকে যেমন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

আমরা সাধারণ যাত্রীরা চাই, কালোবাজারি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক এবং যারা এ কাজে জড়িত, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক।

মো. আবদুল বারী

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।