ডেঙ্গু প্রতিরোধে আরও আন্তরিক হোন

‘শুধু সকাল ও সন্ধ্যায় নয়, প্রায় সারাদিনই মশার উৎপাত অসহনীয় রূপ ধারণ করেছে।’ফাইল ছবি

ঢাকাসহ সারা দেশে এডিস মশার বিস্তার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যার ফলে বিশেষ করে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। আমি পড়াশোনার সুবাদে প্রায় এক বছর ধরে ঢাকার আজিমপুরে অবস্থান করছি।

এ সময়ের মধ্যে লক্ষ্য করছি, গত কয়েক মাসে আজিমপুরে মশার উপদ্রব বহুগুণে বেড়েছে। শুধু সকাল ও সন্ধ্যায় নয়, প্রায় সারাদিনই মশার উৎপাত অসহনীয় রূপ ধারণ করেছে। প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেও মশার কামড় থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না।

যেহেতু ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ এবং এটি এডিস মশার মাধ্যমে ছড়ায়, তাই এই মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।এমন পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। একসময় যেভাবে ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণের চেষ্টা করা হতো, বর্তমানে তা দৃশ্যমান নয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের প্রতি বিনীত অনুরোধ—ডেঙ্গু প্রতিরোধে আরও আন্তরিক হোন, কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। জনজীবনে স্বস্তি ফেরাতে এবং নগরবাসীকে এডিস মশার প্রকোপ থেকে রক্ষায় আপনারা আরও সচেষ্ট হোন। পাশাপাশি, অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি—নগরবাসীর কল্যাণে সিটি কর্পোরেশনগুলোর কাজ যথাযথভাবে তদারকি করুন, যেন বরাদ্দকৃত বাজেটের টাকা আত্মসাৎ বা অপচয় না হয়ে জনস্বার্থে ব্যয় হয়।

মো. আবু তাহের

শিক্ষার্থী, বাংলা বিভাগ, ঢাকা কলেজ