সড়ক মেরামত

গোস্তহাটির মোড় থেকে আরজী নওগাঁ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলার কারণে বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে ব্যাপক গর্ত ও খাদের সৃষ্টি হয়েছে, যা যানবাহন চলাচল এবং পথচারীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষত, বর্ষার মৌসুমে এই গর্তগুলোতে পানি জমে দুর্ঘটনার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। প্রতিদিন স্কুল, কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, এবং ব্যবসায়ীরা এই ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন, যার ফলে তাদের দৈনন্দিন জীবনে ব্যাপক বিঘ্ন ঘটছে।

সড়কটির এমন বেহাল দশার কারণে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ছে। পণ্য পরিবহন, ব্যবসায়িক কার্যক্রম, এবং বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে, জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের যানবাহনগুলোর চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে, যা জনসাধারণের জন্য আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এমতাবস্থায়, আমরা এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন ও সড়ক বিভাগের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি যে, অবিলম্বে গোস্তহাটির মোড় থেকে আরজী নওগাঁ পর্যন্ত সড়কটির মেরামতের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

দ্রুততম সময়ে সড়কটি মেরামত করা না হলে, জনদুর্ভোগ আরও বাড়তে পারে এবং দৈনন্দিন জীবনের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা নেমে আসতে পারে। তাই সড়কটি সংস্কারের বিষয়ে প্রশাসনের জরুরি পদক্ষেপ একান্ত প্রত্যাশা।

মো. আরাফাত হোসেন

শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর