ইউনিয়ন পর্যায়ে অ্যান্টিভেনম চাই

প্রতিবছর বর্ষা মৌসুমে সাপের দংশনে মৃত্যুর ঘটনা নেহাত কম নয়। শুধু বর্ষায় নয়, বছরের অন্যান্য সময়েও, বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে সাপের কামড়ে মৃত্যুর খবর প্রায়ই শোনা যায়। এসব অঞ্চলে সচেতনতার অভাব, কুসংস্কার এবং আধুনিক চিকিৎসা গ্রহণে অনীহার প্রবণতা লক্ষণীয়। অনেকেই হাসপাতালে না গিয়ে ওঝা বা কবিরাজের শরণাপন্ন হন, যার ফলে ভুল চিকিৎসায় মৃত্যুঝুঁকি আরও বেড়ে যায়।

দুঃখজনক হলেও সত্য, হাসপাতালগুলোতে এখনো অ্যান্টিভেনমের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। পাশাপাশি নেই কোনো সুসংহত পরিকল্পনা। সাপে দংশন নিয়ে সমাজে প্রচলিত বিভিন্ন ভুল ধারণাও মানুষকে সঠিক চিকিৎসা গ্রহণ থেকে বিরত রাখে।

সাপে দংশনে মৃত্যুহার কমাতে হলে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক পর্যায়ে প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতামূলক প্রচার চালাতে হবে। বিষধর সাপের অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করতে হবে। গ্রামভিত্তিক ক্লিনিক ও সরকারি হাসপাতালে অ্যান্টিভেনমের মজুত বাড়াতে হবে। সর্বোপরি গণসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ সমস্যা প্রতিরোধ সম্ভব।

উম্মে সাবাইনা সুলতানা

শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়