ইসলামী বিশ্ববিদ্যালয়ে উন্নত মানের বাস চাই

ইসলামি বিশ্ববিদ্যালয়  স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। তাই অধিকাংশ শিক্ষার্থীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ , শৈলকূপায় থাকে। শহরে যাওয়ার মাধ্যম হিসেবে কিছু বাস আছে।

বাসগুলোর কিছু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আর বাকিগুলো ভাড়ায় চালিত। ভাড়ায় চালিত বাসগুলো খুবই বেহাল। প্রত্যেকটি বাসের কিছু না কিছু সমস্যা আছে। অধিকাংশ বাসের সিটের সমস্যা। সিটে ঠিকমতো বসা যায় না, জানালা লাগানো যায় না। বৃষ্টির সময় জানালা লাগানো যায় না বলে অনেক সময় শিক্ষার্থীরা ভিজে যান। গাড়ির সিটগুলোতে ধুলা-বালির কারণেও বসা যায় না। অধিকাংশ বাস শিক্ষার্থী বহনের সময় অন্য যাত্রী ওঠায়। এতে শিক্ষার্থীরা অনেক ভোগান্তি শিকার হন।

প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি অনতিবিলম্বে পরিবহনগুলো মেরামতের ব্যবস্থা করা হোক অথবা আরও ভালো মানের বাস ভাড়া নেওয়া হোক।

মো. মানিক রহমান
মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ
ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।