বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে এক নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সমতার, সততার, ন্যায্যতার বাংলাদেশ।
ক্ষমতাসীন সরকার দলের ছাত্র সংগঠনের হল নিয়ন্ত্রণে রাখা যেন বাংলাদেশের রাজনীতিতে একটি রীতিনীতিতে পরিণত হয়েছে। তাদের গণরুম কালচার, গেস্ট রুম কালচারের নামে র্যাগিং ছিল সাধারণ শিক্ষার্থীদের আতঙ্কের নাম। সিট বাণিজ্য ছিল তাদের অর্থ উপার্জনের মাধ্যম।
এ ছাড়া মিছিল মিটিংয়ে জোরপূর্বক অংশগ্রহণসহ হলের সিট বরাদ্দ হতো রাজনৈতিক নেতাদের ইশারায়। প্রশাসন ছিল তাদের অনুগত। বর্তমানে দরকার প্রশাসনিকভাবে মেধা ও দূরত্বের ভিত্তিতে সিট বরাদ্দ।
ভবিষ্যতে ক্ষমতাসীন সরকার দলের ছাত্র সংগঠনদের এই দখলদারি যেন পুনরায় সংঘটিত না হয় তার জন্য দ্রুতই বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনীতিমুক্ত ঘোষণা করার আবেদন জানাচ্ছি। সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরিতে ছাত্র সংসদ গঠন ও নির্বাচনের আবেদন জানাচ্ছি ।
সিজান
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া