সম্প্রতি উত্তর ঢাকা সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। বলা হচ্ছে, এসব অটোরিকশা দুর্ঘটনার কারণ, পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করে। তবে এই উদ্যোগ বাস্তবায়নে মানবিক দিকটি উপেক্ষিত হয়েছে।
ব্যাটারিচালিত রিকশাসহ অন্যান্য রিকশার চালকেরা সাধারণত হতদরিদ্র, দিনমজুর শ্রেণির মানুষ। এরা দিন আনে দিন খায়। হঠাৎ করে রিকশা উচ্ছেদ করলে তাদের আয় বন্ধ হয়ে যাবে, পরিবার নিয়ে অনিশ্চয়তায় পড়বেন। পুনর্বাসনের কোনো উদ্যোগ ছাড়াই এ ধরনের অভিযান তাদের জীবিকাকে হুমকির মুখে ফেলছে।
নিরাপদ সড়ক নিশ্চিত করা অবশ্যই জরুরি, তবে তা হতে হবে পরিকল্পিত ও মানবিক। কোনো বিকল্প আয়ের ব্যবস্থা না করে কেবল উচ্ছেদ চালানো অন্যায্য।
প্রশাসনের উচিত প্রথমে রিকশাচালকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া। এরপর সঠিক নিয়মে অবৈধ যানবাহন অপসারণ করলে তা টেকসই ও মানবিক হবে।
বিকল্প কর্মসংস্থানের পরিকল্পনা ছাড়া অটোরিকশা উচ্ছেদ করলে সমাজেও তা নানা ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। বেড়ে যাবে অপরাধ।
মো: ইয়ামিন খান
ফরিদপুর।