গফরগাঁওয়ের ব্রহ্মপুত্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদ, যা কৃষি, পরিবেশ এবং জনজীবনে বিশাল ভূমিকা পালন করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই নদ থেকে অবৈধ বালু উত্তোলন মারাত্মক সমস্যায় পরিণত হয়েছে। স্থানীয় প্রভাবশালী চক্র প্রশাসনের দুর্বলতা ও নজরদারির অভাবের সুযোগ নিয়ে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করে আসছে।
এই অবৈধ কার্যক্রমের ফলে ব্রহ্মপুত্র নদ তার প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে। নদের গভীরতা এবং গতিপথ পরিবর্তিত হওয়ায় তীরবর্তী এলাকা ভাঙনের মুখে পড়ছে। প্রতিদিন অসংখ্য কৃষিজমি ও ঘরবাড়ি নদের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে স্থানীয় জনগণ তাঁদের জীবনধারণের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হারাচ্ছেন। বিশেষত, কৃষক ও জেলেরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ ছাড়া বালু উত্তোলনের কারণে নদের তলদেশে থাকা জলজ প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। মাছসহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী বিলুপ্তির পথে। পরিবেশগত এই বিপর্যয় শুধু স্থানীয় নয়, এটি পুরো অঞ্চলের ওপর দীর্ঘ মেয়াদে নেতিবাচক প্রভাব ফেলছে।
অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এ সমস্যা মোকাবিলায় প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করতে হবে। একই সঙ্গে বিকল্প নির্মাণ উপকরণ ব্যবহারের ওপর জোর দিয়ে বালুর চাহিদা কমানোর চেষ্টা করতে হবে।
ব্রহ্মপুত্র নদ শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি স্থানীয় জনজীবনের অংশ। তাই নদটি রক্ষা করা আমাদের নৈতিক ও পরিবেশগত দায়িত্ব। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারে।
সাবের হোসাইন
ময়মনসিংহ