প্রবাসীদের পাসপোর্ট নবায়নে ভোগান্তি

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীরা বিদেশের মাটিতে হাড়ভাঙা পরিশ্রম করে রেমিট্যান্স পাঠাচ্ছেন। লাখো মানুষ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত। কিন্তু দুঃখজনকভাবে পাসপোর্ট নবায়নের জটিলতায় তাঁদের অনেককেই মানবেতর দিন কাটাতে হচ্ছে।

প্রবাসে পাসপোর্টই বৈধতার মূল ভিত্তি। চাকরি, কাজের চুক্তি নবায়ন, চলাফেরা—সব ক্ষেত্রেই এটি অপরিহার্য। অথচ মেয়াদ শেষ হওয়ার বহু আগে আবেদন করেও অনেকে মাসের পর মাস পাসপোর্ট হাতে পান না। বাধ্য হয়ে প্রবাসীদের দালালের দ্বারস্থ হতে হয়। আর এভাবে প্রবাসীরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

বাংলাদেশ সরকার ও দূতাবাসের প্রতি বিনীত অনুরোধ, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে প্রবাসীদের হয়রানিমূলক এই সমস্যার স্থায়ী ও মানবিক সমাধান নিশ্চিত করা হোক।

এম কামিল আহমেদ

শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়