ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয় ১৯৬২ সালে। হাসপাতালটি শুরুর দিকে মাত্র ৩০০ শয্যা নিয়ে কার্যক্রম শুরু করে। বর্তমানে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার শয্যায়। মূল শহরে হাসপাতালটির অবস্থান হওয়ায় সুচিকিৎসার আশায় প্রতিদিন এখানে আসেন কয়েক হাজার রোগী।

হাসপাতালটির গুরুত্বপূর্ণ অংশ জরুরি বিভাগে প্রতিদিন শত শত রোগী মুমূর্ষু অবস্থায় চিকিৎসাসেবা নিতে আসেন। কিন্তু এ বিভাগের অব্যবস্থাপনা সম্পর্কে বলতেই হয়। সেখানে নেই সঠিক বর্জ্য নিষ্কাশনব্যবস্থা। সেখানকার টয়লেট ও গোসলখানার পরিবেশ নোংরা, বারান্দা অপরিষ্কার (যেখানে রোগীদের বিছানাও রয়েছে অপরিষ্কার মেঝেতে)। এমনকি সুপেয় বা পানযোগ্য পানি আনতেও যেতে হয় নিচতলায়। বারান্দায় থাকা রোগীদের চিকিৎসাসেবা পেতেও যথেষ্ট বেগ পেতে হয়।

এমন অস্বাস্থ্যকর পরিবেশে রোগীর সঙ্গে আসা সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। আমরা আশা করব জরুরি বিভাগসহ হাসপাতালের সব বিভাগের সঠিক ব্যবস্থাপনার দিকে গুরুত্ব দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জান্নাতুল মুশরাত জেবিন

শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা