গত ২০ অক্টোবর, ২০২৩ দেশের একমাত্র দূরশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। বেশ জাঁকজমকভাবেই বাউবির মূল ক্যাম্পাস গাজীপুরের বোর্ড বাজারে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। প্রায় ৩ দশকের পথচলায় বাউবির শিক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে সারা দেশে বিস্তৃত রূপ লাভ করেছে। ঝরে পড়া প্রান্তিক পর্যায়ের যে কোনো বয়সের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাউবি এক জ্বলন্ত প্রদীপের শিখা।
তারপরও কিছু ক্ষেত্রে বাউবি চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বিশেষ করে সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত ৪ বছর মেয়াদি আইন অনার্স প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য এক অভিশাপে পরিণত হয়েছে। যদিও পূর্বে আইন অনুষদ চালু ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কারণ ছাড়াই আইন অনুষদ স্থগিত করা হয় এবং আইন বিষয়টি সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধীনে চালু করা হয়।
বাউবিতে আইন প্রোগ্রামটাই একমাত্র বিষয় যেখানে দুটি ব্যাচ চালু আছে। নিয়মিত শিক্ষার্থীদের জন্য রবি-বুধ ব্যাচ এবং অনিয়মিত যে কোনো বয়সের শিক্ষার্থীদের জন্য শুক্র-শনি ব্যাচ।
নিয়মিত শিক্ষার্থীরা খুব আশা নিয়ে আইন প্রোগ্রামে ভর্তি হন। যাতে তাঁরা স্নাতক শেষ করে বিজেএস, বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। অথচ দুঃখজনক হলেও সত্যি যে, আইন প্রোগ্রামের প্রতিটা শিক্ষার্থী এখন নানাবিধ সমস্যায় হতাশায় জর্জরিত।
সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত আইন প্রোগ্রামের শিক্ষার্থীরা সেশনজট সমস্যার নিরসন, স্থগিত হওয়া আইন অনুষদ চালু, সময়মতো পরীক্ষা নেওয়া, নির্ধারিত সময়ে ফলাফল ঘোষণা, মাত্রাতিরিক্ত সেমিস্টার ফি কমানো প্রভৃতি বিষয়ে মাননীয় উপাচার্য, প্রো-উপাচার্য, ডিন মহোদয়ের সঙ্গে বারবার আলাপ-আলোচনা করে একটা কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানালেও কোনো ইতিবাচক সাড়া পাচ্ছেন না। মাঝে-মধ্যে একটা সঠিক সমাধানের আশ্বাস দিলেও পরবর্তীতে তা বাস্তবায়ন করা হচ্ছে না।
এমন অবস্থায় প্রশ্ন জাগে? বাউবি কি বধির হয়ে গেছে, শিক্ষার্থীদের সমস্যার কথা শুনেও না শোনার ভান করছে? বাউবি কি সত্যিই অন্ধ হয়ে গেছে, যারা শিক্ষার্থীদের সকল সমস্যা দেখেও না দেখার ভান করছে? এসব কি শিক্ষার্থীদের ভাগ্য নিয়ে তামাশা নয়?
পরিশেষে একটা কথাই বলতে চাই, বাউবি তুমি শিক্ষার্থীর জন্য আশীর্বাদ হও। তোমার বধিরতা ও অন্ধত্ব দ্রুত ঘুচাও।
মো. লিটন হোসেন
শিক্ষার্থী, আইন প্রোগ্রাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়