আইবিএর ভর্তি পরীক্ষা

আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্বতন্ত্র ইনস্টিটিউট, যারা গত ২৫ বছর ধরে আন্তর্জাতিক মানের পরীক্ষাপদ্ধতি অনুসরণ করে ভর্তি পরীক্ষা নিয়ে আসছে। যেখানে শিক্ষার্থীরা পাঁচবার ভর্তি পরীক্ষা দিতে পারত। কিন্তু পূর্বঘোষণা না দিয়ে হঠাৎ করে আইবিএ পরিপত্র জারি করে জানিয়ে দিয়েছে, শুধু ২০১৫ সালের পরীক্ষার্থীরাই এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
আমরা একটি বছর ধরে আইবিএতে পরীক্ষা দেব বলে অন্য সব পড়াশোনা বাদ দিয়ে শুধু আইবিএর জন্য পূর্বপ্রস্তুতি নিয়ে আসছিলাম। বছরের শুরুতে কিংবা ছয় মাস আগেও কোনো ঘোষণা না দিয়ে হুট করে পরীক্ষার আগমুহূর্তে এভাবে তারা আমাদের হাজার পাঁচেক ছাত্রছাত্রীর স্বপ্ন ভঙ্গ করে দিতে পারে না। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করল, তখন সেখানে আইবিএর ভর্তি পরীক্ষা নিয়ে কোনো কথা ছিল না। তারপরও আমরা যাঁরা আইবিএতে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তাঁরা অনেকেই নিজ দায়িত্বে আইবিএর অ্যাডমিশন অফিসে যোগাযোগ করেছিলাম, আমরা আগের নিয়মে পরীক্ষা দিতে পারব কি না। তারা আমাদের নিশ্চিত করে জানিয়েছিলেন, আইবিএ একটি স্বতন্ত্র অনুষদ, তাই ছাত্রছাত্রীদের পূর্বের মতো ভর্তি পরীক্ষা দিতে অসুবিধা নেই।
আমরা এ রকম হুট করে গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। দয়া করে আমাদের স্বপ্ন এভাবে ভেঙে দেবেন না।
আনিসুর রহমান, ঢাকা।