পত্রিকায় খবর এসেছে, ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরও ডিমওয়ালা ইলিশ ধরা পড়ছে! ফলে প্রশ্ন উঠেছে, নিষেধাজ্ঞার সময়সীমা কি সঠিক ছিল না? বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক বিজ্ঞানী ও বর্তমানে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার শিক্ষক এস এম নুরুল আমিন এ বিষয়ে একটি ব্যাপক জরিপ চালিয়েছিলেন। সে সময় আমি এর ফলাফল বিভিন্ন পত্রিকায় প্রকাশও করেছিলাম।
নুরুল আমিন দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র থেকে কয়েক হাজার ইলিশের নমুনা সংগ্রহ করেছিলেন। তিনি বিভিন্ন আকৃতি অনুযায়ী এগুলো ভাগ করে লিঙ্গ পর্যবেক্ষণ করেন। তিনি দেখেন, ইলিশের আকার বাড়ার সঙ্গে সঙ্গে ডিমওয়ালা মাছের পরিমাণ বাড়ছে। একটা আকারের পর সব ইলিশেই ডিম দেখা যায়। তিনি ডিম ছাড়া কোনো বড় ইলিশ মাছ পাননি।
এই জরিপ থেকে তিনি এ ধারণা লাভ করেন যে ইলিশ মাছ বড় হয়ে একটি নির্দিষ্ট আকার লাভ করার পর লিঙ্গ পরিবর্তন করে! সে কারণেই হয়তো নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পরও ডিমওয়ালা ইলিশ পাওয়া যাচ্ছে। বাজারে বড় ইলিশ মাছ কি কখনো ডিম ছাড়া পেয়েছেন? উত্তর হবে না, সময় এসেছে এ নিয়ে আরও বিস্তারিত গবেষণার মাধ্যমে ইলিশের এই রহস্য ভেদ করার।
নিয়াজ পাশা
কৃষি প্রকৌশলী, ঢাকা।