পাস ফেল

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে। পরিপত্রে পাবলিক পরীক্ষায় (এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম, এসএসসি ভোকেশনাল ও এইচএসসি বিএম) শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের পুরস্কৃত ও তিরস্কার করার ব্যবস্থা রয়েছে।
এ জন্য মন্ত্রণালয় সাধুবাদ পাবে। কিন্তু ফেল করলে সভা করে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের তিরস্কার করার ব্যাপারটি সহজে মেনে নেওয়া যায় না। কেননা, অভিধানে তিরস্কার শব্দটির অর্থ সুখকর নয়।
সম্মানিত শিক্ষকদের ক্ষেত্রে উল্লেখিত শব্দগুলোর প্রয়োগ কি শোভনীয়? পরীক্ষায় পাস-ফেল থাকবেই, একজন শিক্ষার্থী পরীক্ষায় ফেল করতেই পারে। ফেলের কারণ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক, দৈব-দুর্বিপাক, দুর্ঘটনাও হতে পারে।
এসবে না গিয়ে ধরি শিক্ষকের কারণেই শিক্ষার্থী ফেল করল। এর জন্য শিক্ষককে সাবধান করা যায়। সতর্কবার্তা দেওয়া যায়, চাপ সৃষ্টি করা যায়। আর ইংরেজি, অঙ্ক, পদার্থ, রসায়ন ইত্যাদি বিষয়গুলো আত্মস্থ করার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। ফলে শিক্ষার্থীরা অকৃতকার্য হলে শিক্ষকদের ঢালাওভাবে দোষ দেওয়া ঠিক নয়।
আমাদের দেশের শিক্ষকেরা এমনিতেই অবহেলিত। এই সিদ্ধান্ত মড়ার উপর খঁাড়ার ঘায়ের মতো।
মফিজ উদ্দিন, কুমিল্লা।