জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া ছাড়া বিকল্প নেই। কিন্তু শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার আগে আলো জ্বালিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়গুলো রাজনৈতিক সহিংসতায় জর্জরিত এবং অস্থিরতায় চরমভাবে বিপর্যস্ত। ফলে শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বর্তমান সময়ে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলোর মধ্যকার সহিংসতা, গন্ডগোল ও মারামারির সময় ছাত্রদের সশস্ত্র অবস্থায় দেখা যায়। সামান্য ঘটনার জের ধরেই ছাত্রসংগঠনগুলো ক্যাম্পাসে গন্ডগোল ও অস্থিরতা সৃষ্টি করে, যা আমাদের শিক্ষাব্যবস্থার জন্য খুবই লজ্জাকর ও দুঃখজনক। আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি এভাবেই রাজনীতির করালগ্রাসের শিকার হয়, তবে কোথায় যাবে আমাদের শিক্ষা? কতটুকুই বা ছড়াবে শিক্ষার আলো আর কতটুকুই বা নিশ্চিত হবে জাতীয় উন্নয়ন?
তাই শিক্ষাঙ্গনকে রাজনৈতিক অস্থিরতার বাইরে রাখার বিকল্প নেই।
সৈকত শর্মা, সিলেট।