সার ব্যবহার

বর্ষাকাল শেষ পর্যায়ে। ধানি জমিগুলোতে ধান লাগানোর সময়ও প্রায় হয়ে গেছে। সাধারণত নিচু জমিগুলোতে এখনো প্রচুর পানি জমে আছে। এই জমে থাকা পানিতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের দেশি মাছ হয়ে থাকে। এই মাছ বেশির ভাগ ক্ষেত্রে আমাদের অমনোযোগের কারণে নষ্ট হয়ে যায়। কৃষক ধানখেতে বেশি পরিমাণে সার ও বিষ ব্যবহার করে থাকেন। অনেক সময়ই দেখা যায়, সার
ও বিষ প্রয়োগের কারণে মাছ মরে ভেসে ওঠে।
পানিতে নির্দিষ্ট পরিমাণ দ্রবীভূত অক্সিজেন না থাকলে মাছসহ বিভিন্ন জৈব জলজ প্রাণীর বাঁচা সম্ভব নয়। ইউরিয়া, ফসফেট ও নাইট্রোজেন সার বেশি ব্যবহার করার কারণে পানির দ্রবীভূত অক্সিজেন কমে যায়, যা মাছের বেঁচে থাকার জন্য উপযোগী নয়। শুধু সারই নয়, এর সঙ্গে ব্যবহার করা হয় প্রচুর কীটনাশক, যা মাছসহ সব জলজ প্রাণীর জন্য ক্ষতিকর।
একটু সচেতন হলেই বর্ষাকালের শেষের দিকের এই দেশি মাছকে বাঁচানো সম্ভব। পানি নেমে যাওয়ার আগে সার দেওয়ায় সচেতন হলেই আমরা আরও বেশি দেশি মাছ পেতে পারি। অথবা যদি মাছ ও ধানের সমন্বয় চাষ করা যায়, তাতেও ভালো ফল আসতে পারে।
সাঈদ চৌধুরী
গাজীপুর।