ঈদে ঢাকা-রংপুর মহাসড়কে যানজটের আশঙ্কা

ঢাকা-রংপুর মহাসড়কে বাড়িফেরা যাত্রীদের ঈদযাত্রায় স্বস্তির কোনো আশা নেই। যানজটের ভোগার আশঙ্কা চালক ও যাত্রীদের। আশঙ্কার কারণ, সড়কে নির্মাণকাজ। এবার সড়কের বগুড়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৮৪ কিলোমিটারে ভাঙাচোরা তুলনামূলক কম। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়ক চার লেনের ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের প্রকৌশলী আবদুল মান্নান বলেন, ঈদে অতিরিক্ত যানবাহনের কথা চিন্তা করে ক্ষতিগ্রস্ত সড়কগুলো বিটুমিন-পাথর মিশিয়ে সাময়িক সময়ের জন্য সচল করা হবে। ৮৪ কিলোমিটার সড়কের ছবিগুলো ১০ এপ্রিল তোলা।

১ / ১০
রংপুর-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জের নলকা সেতু। এখানে এখনো প্রায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পাশের নির্মাণাধীন সেতুটি চালু না করা গেলে যানজটে ভোগান্তির আশঙ্কা আছে
২ / ১০
সিরাজগঞ্জের নির্মাণাধীন কড্ডা উড়ালসড়ক। এখানেও থেমে থেমে চলে যানবাহন
৩ / ১০
নলকা সেতু এলাকায় এখনই ধীরগতিতে চলছে যানবাহন
৪ / ১০
রংপুর-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জের ছয়দাবাদ এলাকায় অর্থনৈতিক অঞ্চলে উড়ালসেতুর নির্মাণকাজ চলছে। সেখানে নির্মাণাধীন সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
৫ / ১০
রংপুর-ঢাকা মহাসড়কের ছয়দাবাদ এলাকায় ইটের খণ্ড ফেলে সড়কের মুখ বন্ধ করে রাখা হয়েছে। সেখানে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
৬ / ১০
সিরাজগঞ্জের কোনাবাড়ি এলাকায় মহাসড়কে চার লেনের কাজ চলছে। যানবাহন চলছে ঝুঁকি নিয়ে
৭ / ১০
কড্ডার মোড়ে আড়াআড়িভাবে রাখা দূরপাল্লার যানবাহন। এটা নিয়মিত চিত্র আমাদের মহাসড়কের
৮ / ১০
ভুইয়াগাঁতি এলাকায় মহাসড়ক দখল করে আছে তিন চাকার যানবাহন
৯ / ১০
সড়কে উড়ছে ধূলিকণা। পাশেই মহাসড়কে উন্নয়নকাজ চলছে। এর মধ্য দিয়ে চলছে যানবাহন
১০ / ১০
বগুড়া-ঢাকা মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলা ধড়মোকাম এলাকায় চলছে চার লেনের কাজ। এক পাশের সড়ক বন্ধ রাখা হয়েছে। এবড়োখেবড়ো সড়কে চলছে যানবাহন