গোলাপ গ্রামে একদিন

শীতের সকালে রাজধানীর আশপাশে ঘুরে আসতে পারেন। গোলাপের রাজ্য থেকে মিষ্টি কিছু স্মৃতি ধরে রাখতে যেতে পারেন সাভারের বিরুলিয়ায়। এখানে শুধু জমিতেই নয়, প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় ফুটে আছে গোলাপ। তাই এলাকার নাম হয়ে গেছে গোলাপ গ্রাম। ঢাকা থেকে সামান্য দূরে সাদুল্লাহপুরের গোলাপ গ্রাম থেকে সম্প্রতি ছবি তুলেছেন আলোকচিত্রী সাবিনা ইয়াসমিন।

১ / ৮
ঝুড়ি ভর্তি করে ফুল নিয়ে যাওয়া হয় সাভারে ফুল বাজারে
২ / ৮
সকালেই ফুল কাটেন ফুলচাষি
৩ / ৮
বাগানজুড়ে লাল গোলাপ
৪ / ৮
ছোট ছোট দোকান করেই ফুল বিক্রি করেন ফুলচাষিরা
৫ / ৮
বিকেল গড়াতেই তরুণীরা ফুল দেখতে আসেন এই গ্রামে
৬ / ৮
শুধু গোলাপই নয়, এখন হলুদ গাঁদা চাষ করা হয় এ এলাকায়
৭ / ৮
মাথায় ফুলের রিং পরে ছবি তুলতে ব্যস্ত দুই তরুণী
৮ / ৮
মাথায় করে ফুলের ঝুড়ি নিয়ে বাজারে যান কৃষক