চট্টগ্রামে পাহাড়ধস

এবার বর্ষার শুরুতে চট্টগ্রাম নগরের পাহাড়ধসে নিহত হয়েছেন পাঁচজন। কিন্তু এখনো পাহাড় কেটে পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারী মানুষের সংখ্যা কম নয়। তাই চলতি বর্ষায় তাদের সরানো না গেলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রতিবছর পাহাড়ধসের পর অভিযান পরিচালনা করে প্রশাসন। কিন্তু শুকনো মৌসুমে আবার সেসব স্থানে গড়ে ওঠে বসতি। তাই প্রতিবছর পুনরাবৃত্তি ঘটে এ ঘটনায়। এ সমস্যা সমাধানে স্থায়ী ব্যবস্থা নেওয়া সময়ের দাবি।

১ / ১২
সরু পাহাড়ের নিচে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ বসতি
২ / ১২
চারদিকে ঘেরা পাহাড়ের নিচে তৈরি করা হয়েছে বসতঘর
৩ / ১২
পাহাড় কেটে তৈরি করা হয়েছে রাস্তা
৪ / ১২
এভাবে কাটা হয় সুউচ্চ পাহাড়
৫ / ১২
পাহাড়ের কিছু অংশ কেটে তৈরি করা টিনের ঘর
৬ / ১২
পাহাড়ের খাঁজে খাঁজে তৈরি করা টিনের ঘর
৭ / ১২
পাহাড়ের পাদদেশে এভাবে বসবাস করছে লোকজন
৮ / ১২
পাহাড় কেটে তৈরি করা হয়েছে পাকা সিঁড়ি
৯ / ১২
ঘর তৈরি করতে এভাবে কাটা হয় পাহাড়
১০ / ১২
পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে তৈরি করা কাঁচা পাকা ঘর
১১ / ১২
কাটা পাহাড়ের মাঝখানে হেঁটে আসছেন এক বাসিন্দা
১২ / ১২
বৃষ্টি হলে এভাবে ধসে পড়ছে পাহাড়