‘জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমরা কেন পরিবর্তন হব না’

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। এ পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের লাগাম টানতে আরও কার্যকর ও ঐক্যবদ্ধ উদ্যোগ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাচ্ছেন জলবায়ু আন্দোলনকর্মীরা। বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে তাঁরা বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ডে তুলে ধরছেন তাঁদের বক্তব্যে। বিশেষত স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হতে যাওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-২৬) সফলতার দিকে তাকিয়ে রয়েছেন সবাই। জলবায়ু আন্দোলনকর্মীদের ব্যানার–পোস্টার নিয়ে এ ছবির গল্প:

১ / ১০
জলবায়ু বিপর্যয়ে ‘পুড়ছে তোমার শিশুর ভবিষ্যৎ’ লেখা ব্যানার দিয়ে তৈরি নৌকার পাল। তাতে আগুন দিচ্ছেন বরিস জনসনের মুখোশ পরা ওসেন রিবেলিয়নের অধিকারকর্মীরা। তাঁরা আসন্ন জলবায়ু সম্মেলনে কার্যকর পদক্ষেপ চেয়ে তাঁদের এ কর্মসূচি। বুধবার যুক্তরাজ্যের গ্লাসগোর জলবায়ু সম্মেলনস্থলের বিপরীতে
ছবি: রয়টার্স
২ / ১০
কপ–২৬ সম্মেলনের আগে জলবায়ু পরিবর্তনের ভয়ংকর প্রভাব তুলে ধরছেন অধিকারকর্মীরা। তাঁরা তৈরি করেছেন ডুবন্ত বাড়ি। এ দিয়ে তাঁরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে বুঝিয়েছেন। ২৬ অক্টোবর, বাথ, যুক্তরাজ্য
ছবি: রয়টার্স
৩ / ১০
কপ–২৬ সম্মেলন উপলক্ষে জলবায়ু বিষয়ে সচেতন করতে বিশেষ ব্যানার টানিয়েছেন অ্যানিমেল রেবেলিয়নের কর্মীরা। লন্ডনের হোম অফিস ভবনে এ ব্যানার প্রদর্শন করা হয়। ২৬ অক্টোবর, লন্ডন
ছবি: রয়টার্স
৪ / ১০
জলবায়ু পরিবর্তন রোধে ব্যবস্থা নিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হয় বিশ্বের অনেক দেশেই। বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে ব্যানার হাতে কর্মসূচিতে অংশ নিয়েছেন একজন নারী। মেলবোর্ন, অস্ট্রেলিয়া
ফাইল ছবি: রয়টার্স
৫ / ১০
জলবায়ু পরিবর্তন নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পরিবেশ আন্দোলনের কর্মীরা। তাঁরা বিভিন্ন ব্যানার নিয়ে ক্যাপিটল হিলের দিকে রওনা দেন। ১৫ অক্টোবর। ওয়াশিংটন
ছবি: রয়টার্স
৬ / ১০
সমুদ্র মারা গেলে আমরাও মারা যাব—স্লোগান নিয়ে স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসের বিপরীতে ক্লাইড নদীর পাশে বিক্ষোভ প্রদর্শন করছেন ওসেন রিবেলিয়নের অধিকারকর্মী। ২৭ অক্টোবর
ছবি: রয়টার্স
৭ / ১০
জলবায়ু পরিবর্তন হচ্ছে। আমরা পরিবর্তন হব না? গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনের আগে এ স্লোগান লেখা ব্যানার হাতে এক অধিকারকর্মী। বার্ন, ২২ অক্টোবর
ছবি: এএফপি
৮ / ১০
আর ‘দেড় ডিগ্রি’ উষ্ণতা বাড়লেই সর্বনাশ লেখা ব্যানার নিয়ে জলবায়ু অধিকারকর্মীদের  বিক্ষোভ। গতকাল জার্মানির বার্লিনে
ছবি: রয়টার্স
৯ / ১০
জলবায়ু মোকাবিলায় নিতে হবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু অনেকেই এর অস্তিত্ব স্বীকার করতে চান না। জলবায়ু সংকট মোকাবিলা পদক্ষেপের দাবিতে ‘ফ্রাইডেজ ফর ফিউচার’–এর এক অধিকারকর্মী দাঁড়িয়েছেন প্ল্যাকার্ড হাতে
ছবি: রয়টার্স
১০ / ১০
জলবায়ু মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার দাবিতে প্ল্যাকার্ড হাতে ‘ফ্রাইডেজ ফর ফিউচার’ আন্দোলনকর্মীদের বিক্ষোভ। গতকাল জার্মানির বার্লিনে
ছবি: রয়টার্স