জাফলংয়ের সৌন্দর্য

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তঘেঁষা পর্যটনকেন্দ্র জাফলং। সুউচ্চ সবুজ পাহাড়ের পাদদেশে সুন্দরতম পিয়াইন নদ, মেঘালয় পাহাড়ের মধ্য দিয়ে বয়ে আসা স্বচ্ছ জলের ধারা দেখা মেলে এখানে। এমন নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে সারা দেশ থেকে জাফলংয়ে আসেন পর্যটকেরা। যেকোনো উৎসব বা ঈদের ছুটিতে একটানা পর্যটকদের ঢল থাকে। এবারের ঈদে প্রকৃতিকন্যার রূপ-সৌন্দর্য উপভোগ করতে পারেননি পর্যটকেরা। করোনাভাইরাসের মহামারির কারণে প্রশাসনের বিধিনিষেধ থাকায় ঈদুল আজহার ছুটিতে জাফলংয়ে পা পড়েনি পর্যটকদের। গত শনিবার বিকেলে জাফলংয়ের চিত্র।

১ / ১০
পিয়াইন নদে ওঠানামার এই সিঁড়িটি এখন ফাঁকা।
২ / ১০
পর্যটকশূন্য জাফলং জিরোপয়েন্ট এলাকা।
৩ / ১০
নদের পাড়ে তুলে রাখা হয়েছে নৌকা।
৪ / ১০
বন্ধ দোকানিদের পসরা।
৫ / ১০
পিয়াইন নদের স্বচ্ছজলে আধডোবা পাথরগুলো।
৬ / ১০
পিয়াইন নদে নৌকা চলাচল একেবারে কম।
৭ / ১০
জনশূন্য পিয়াইন নদ।
৮ / ১০
পাহাড়ি ঢলের পানি না থাকায় জেগেছে চর।
৯ / ১০
দুই পাহাড়ের মধ্যে ঝুলন্ত সেতু।
১০ / ১০
কোলাহলশূন্য জাফলং।